ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

কয়লা দূষণ বন্ধ করে রাবনাবাদ নদী রক্ষার দাবিতে নৌ-র‌্যালি

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২০:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪

কয়লা দূষণ বন্ধ করে  রাবনাবাদ নদী রক্ষার  দাবিতে নৌ-র‌্যালি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রাবনাবাদ নদীতে নৌ-র‌্যালি

কয়লা দূষণ বন্ধ কর, রাবনাবাদ নদী রক্ষার দাবিতে কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রাবনাবাদ নদীতে নৌ-্যালি মধুপাড়া সড়কে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় এসব কর্মসূচি পালন করা হয়। ওয়াটার কিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আমরা কলাপাড়াবাসী কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে স্থানীয়  জেলেসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিদ্যুৎ  কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে বক্তব্য রাখেন জেলে শহিদ সিকদার, এছাড়া ওয়াটার কিপার্স কলাপাড়া সমন্বয়ক গণমাধ্যম কর্মী  মেজবাহ উদ্দিন মাননু, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম। বক্তারা কয়লা দূষণ বন্ধ করার  জোর দাবি জানান। সর্বত্র কয়লার ব্যবহার বন্ধ শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিতের দাবি জানানো হয়। স্থানীয় জেলেরা দাবি করেন রাবনাবাদপাড়ে বিদ্যুৎ  কেন্দ্র নির্মাণের ফলে সৃষ্ট দূষণের কারণে রাবনাবাদ চ্যানেলে ইলিশসহ সব ধরনের মাছ আশঙ্কাজনক হারে কমে গেছে।

×