ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত

দেড় ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ২১:৪৪, ২৯ মে ২০২৪

দেড় ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

কাহালু স্টেশনের পাশে লানচ্যুত ট্রেনের বগি

কাহালু স্টেশনের নিকট ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বিকেল থেকে প্রায় দেড় ঘণ্টারও বেশি বগুড়ায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনসহ ২টি ট্রেন বগুড়া স্টেশনে আটকে পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বগুড়া স্টেশন সূত্র জানায়, বিকেল পৌনে ৩টার দিকে সান্তাহার-লালমনিরহাটগামী ১৯ আপ উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাহালু স্টেশনে প্রবেশ করার সময় এর একটি বগির চাকা খুলে গিয়ে লাইনচ্যুত হয়। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড়-সান্তাহারগামী দোলন চাঁপা আন্তঃনগর ট্রেন বগুড়া স্টেশনে এসে আটকা পড়ে।

বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান পরে সান্তাহার থেকে একটি রেল ইঞ্জিন এসে লাইনচ্যুত বগি অপসারণ করে এবং বগুড়া থেকে আটকা পড়া লালমনি এক্সপ্রেস বিকেল ৫টার কিছু আগে স্টেশন ছেড়ে যায়।

×