ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

চেয়ারম্যান পদে জয়ী হয়ে ২০ লিটার দুধ দিয়ে গোসল

প্রকাশিত: ১৯:৫৭, ২২ মে ২০২৪

চেয়ারম্যান পদে জয়ী হয়ে ২০ লিটার দুধ দিয়ে গোসল

দুধ দিয়ে গোসল করেছেন এহসানুল হাকিম সাধন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন এহসানুল হাকিম সাধন।

বুধবার (২২ মে) সকালে নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে তার সমর্থক ও এলাকাবাসী তাকে দুধ দিয়ে গোসল করান।

এহসানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে মোটরসাইকেল ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এহসানুল হাকিম বলেন, ‘আমার সমর্থক ও এলাকাবাসীর আবদার রক্ষার্থে দুধ দিয়ে গোসল করেছি। দীর্ঘ ১৫ বছর আমার প্রতিদ্বন্দ্বী এই উপজেলায় রাজতন্ত্র কায়েম করেছিলেন। আমি বিজয়ী হওয়ার পর জনমনে যে সন্তোষ দেখা দিয়েছে তাতে মনে হচ্ছে তারা এতদিন জেলখানায় ছিল। এখন মনে হচ্ছে, তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তার প্রমাণ, সকাল থেকে আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসছে। জনগণ আমাকে অনেক ভালোবাসে, তারা তাদের ভালোবাসা ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে।’

 

এম হাসান

×