ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জাল ভোট দিতে গিয়ে জরিমানা গুনলেন যুবক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ১৭:২৪, ২১ মে ২০২৪

জাল ভোট দিতে গিয়ে জরিমানা গুনলেন যুবক

কবির হোসেন।

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা কালে কবির হোসেন মোঙ্গা (২০) নামে এক যুবকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২১ মে) দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়য়ের খাতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনের দায়িত্বরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করেন।

কবির হোসেন সদর উপজেলার ঢাকনাই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদিতমারী উপজেলার খাতাপাড়া সরকারি প্রাথমিক  বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দিতে আসা যুবক কবির হোসেনকে আটক করেন প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল খালেক। 

পরে খাতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচনের দায়িত্বরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করেন। 

 

এসআর

×