ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

উত্তরবঙ্গে চা শিল্পের সমস্যা সম্ভাবনা নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২২:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৪

উত্তরবঙ্গে চা শিল্পের সমস্যা সম্ভাবনা নিয়ে সেমিনার

উত্তরবঙ্গে চা শিল্পের সমস্যা সম্ভাবনা এবং সংকট নিয়ে পঞ্চগড়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে

উত্তরবঙ্গে চা শিল্পের সমস্যা সম্ভাবনা এবং সংকট দূরীকরনের উপায় নিয়ে পঞ্চগড়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের হল রুমে অর্থনীতি বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, বিশেষ অতিথি হিসেবে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল হক, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক হাসনুর রশিদ বাবু, মুখ্য আলোচক সামসুল মুক্তাদির, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী চা শিল্পের  বর্তমান সমস্যা সম্ভাবনা এবং করণীয় নিয়ে বিষদ আলোচনা করেন।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক শাখার উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন উপস্থিত অংশগ্রহণকারীদের মাল্টিমিডিয়ার মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। প্রেজেন্টেশনে গুণগত মানের চা উৎপাদন, চা চাষ পদ্ধতি, চায়ের প্রুনিং পদ্ধতি এবং দুটি পাতা একটি কুড়ি বিষয় তুলে ধরেন। সেই সাথে গুণগত মানের কাঁচা চা পাতা সরবরাহের পদ্ধতি বিষয়ে চাষিদের করণীয় বিষয়ে প্রেজেন্টেশন দেন তিনি। সেমিনারে উত্তরবঙ্গের সম্ভাবনাময় চা শিল্পকে বাঁচাতে সরকারের কাছে প্রণোদনা দাবি করেন বক্তারা।

×