ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ছয় ইটভাঁটি ধ্বংস, ২৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

প্রকাশিত: ২২:৩৩, ১৮ জানুয়ারি ২০২৪

ছয় ইটভাঁটি ধ্বংস, ২৩ লাখ টাকা জরিমানা

অনুমোদনবিহীন ইটভাঁটিতে অভিযান

গোপালগঞ্জে অনুমোদনবিহীন অবৈধ ইটভাঁটিতে অভিযান চালিয়ে ছয়টি ইটভাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ছয় ইটভাঁটিার মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার। বুধবার বিকেলে সদর উপজেলার কেকানিয়া ও চরপুকুরিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রন্টি পোদ্দার জানিয়েছেন, জরিমানাকৃত ইটভাঁটি কেকানিয়া গ্রামের মেসার্স আর আর বি ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস, মেসার্স লাল পরি ব্রিকস এবং চরপুকুরিয়া গ্রামের মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স স্টার ব্রিকস ও মেসার্স পাভেল ব্রিকসের কোনো অনুমোদন ছিল না। 
পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহযোগিতায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

×