ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

খুলনায় ভোটের মাঠে লড়ছেন দুই নারী প্রার্থী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ২২:৫০, ২০ ডিসেম্বর ২০২৩

খুলনায় ভোটের মাঠে লড়ছেন দুই নারী প্রার্থী

মনিরা সুলতানা, ফাতেমা জামান সাথী

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনার দুই নারী প্রার্থী। প্রতীক নিয়েই তারা গণসংযোগও শুরু করেছেন। নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। এই দুই নারী প্রার্থীর মধ্যে খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফাতেমা জামান সাথী ও খুলনা-৪ (রূপসা, দিঘলিয়া-তেরখাদা) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন মনিরা সুলতানা।
খুলনার ছয়টি আসনে ৩৫ প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনম, ইসলামী ঐক্যজোট তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন তারা। এদের মধ্যে মাত্র দুজন নারী প্রার্থী ভোটের মাঠে লড়াইয়ে নেমেছেন। পুরুষ প্রার্থীদের বিরুদ্ধে প্রতিযোগিতা করেই তারা সংসদ সদস্য পদে নির্বাচিত হতে চান। 
সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে ছয়টি আসনের মধ্যে খুলনা-৩ আসনে তিনজন পুরুষ সংসদ সদস্য প্রার্থীর পাশাপাশি ভোটের মাঠে ‘ঈগল’ প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী।

তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত। এই আসনটিতে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী এসএম সাব্বির হোসেন। অপরদিকে খুলনা-৪ আসনে ১১ জন পুরুষ প্রার্থীর পাশাপাশি ‘ডাব’ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনিরা সুলতানা। এই আসনটির অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ফরহাদ আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের প্রার্থী শেখ হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দীন খান, বিএনএমের নোঙর প্রতীকের প্রার্থী এসএম আজমল হোসেন, স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী জুয়েল রানা, স্বতন্ত্র সোফা প্রতীকের প্রার্থী এমডি এহসানুল হক, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী রেজভী আলম এবং স্বতন্ত্র এসএম মোর্ত্তজা রশিদী দারা। খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী বলেন, এবারের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে আশা করছি। ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে। আমাকে ভোট দেবে বলে আমি আশা করি। অপরদিকে, খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা বলেন, প্রচার ভালো হচ্ছে। ভোটাররা আমাকে সাদরে গ্রহণ করেছে। 

অসীম উকিলকে সমর্থন জানালেন মতিন 
সংবাদদাতা, কেন্দুয়া, নেত্রকোনা ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিলকে সমর্থন জানিয়েছেন দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুল মতিন। বুধবার সন্ধ্যায় কেন্দুয়া পৌর সদরে আয়েশালয়ে নিজ বাসভবনে কর্মিসভায়  আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন আব্দুল মতিন। এ সময় উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, কৃষকলীগের সাবেক সভাপতি আফজাল আহমেদ মুকুলসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুল মতিন বলেন, শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করেন। এখন নৌকার নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমার কাঁধে।

×