
কাঁঠালিয়ায় শাহজাহান ওমরের সমাবেশে ডানপাশে আওয়ামী লীগ নেতারা ও বামপাশে বন্দুক হাতে বিএনপি নেতা
ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের নিয়ে স্থানীয় রাজনীতির নতুন মেরুকরণ শুরু করেছেন নৌকা প্রতীক নিয়ে আসা সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। তিনি সোমবার সকালে উপজেলার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও অঘোষিত গণসংযোগ করেছেন। সভায় তিনি উপজেল বিএনপি সভাপতি সম্পাদকসহ উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিত এই দলের নেতা-কর্মীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, এখন থেকে তাদের রাজনীতি শেখ হাসিনার নৌকা।
তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে অনুরোধ করে বলেন, আমিসহ বিএনপি এই নেতাকর্মীরা আপনাদের মেহমান হয়ে এসেছি। আমাদের গ্রহণ করেন। আমরাও আপনাদের ইজ্জত দেব। তিনি আরও বলেন, আমি কারও ব্যক্তিগত শত্রু না, সকলের মিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বোন বলে পরিচয় দেন এবং শেষে বলেন আপনারা ও আমরা সবাই নৌকা। সভায় তিনি আবারও বলেন, প্রধানমন্ত্রী তাকে নৌকা নিয়ে পাঠিয়েছেন। দয়া করে কোন দলাদলি ও গ্রুপিং করবেন না। তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসে বেলা ১১টায় কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন।
এ সময় কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার, কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বসার বাদশা, শৌলজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তিনি আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ব্যারিস্টার শাহজাহান ওমরকে শোকজ
ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তমকে শোকজ করেছে ঝালকাঠি-২’র প্রধান সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ডু। সোমবার বিকেলে তাকে শোকজ করার চিঠি দেওয়া হয়েছে। ঝালকাঠির জেলা নির্বাচন অফিসার ছালেক এর সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত তার হাতে লিখিত চিঠি পাননি, তবে তিনি বিষয়টি অবগত হয়েছেন। নির্বাচনের বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রার্থী দলীয় সমর্থকদের নিয়ে কোনো ধরনের শোডাউন করতে পারবেন না।