
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বর নির্যাতন ও হত্যার প্রতিবাদে শিশুদের মানববন্ধন
ফিলিস্তিনের নর-নারী ও অসহায় শিশুদের ওপর ইসরাইলের নির্বিচার হামলা, অমানবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বয়রা বাজার মোড়ে আল-বারাকাহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আবুল বাশার।
এতে বক্তারা বলেন, ইসরাইলিরা বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের নৃশংসভাবে হত্যা করছে। তাদের হাত থেকে নিরীহ নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধারাও রক্ষা পাচ্ছে না। বক্তৃতা করেন আলমগীর শিকদার, অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাংবাদিক রাশিদুল ইসলাম, মুফতি মাওলানা ইলিয়াস হোসাইন, শেখ শামসুদ্দীন দোহা, অধ্যক্ষ নজরুল ইসলাম কায়েস, খুকৃবির জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা হেলাল উদ্দীন, হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ আল-আমীন প্রমুখ।
রাবি
রাবি সংবাদদাতা ॥ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় রাবিতে মানববন্ধন করেছে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।