ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পদ্মা সেতু দিয়ে সুন্দরবন এক্সপ্রেস আসছে ঢাকায়

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ২২:৩৭, ১ নভেম্বর ২০২৩

পদ্মা সেতু দিয়ে সুন্দরবন এক্সপ্রেস আসছে ঢাকায়

খুলনা রেল স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখী প্রথম যাত্রীবাহী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস বুধবার (১ নভেম্বর) রাত নয়টা ৪৫ মিনিটে ছেড়ে গেছে। ট্রেনটিতে ৪৮টি স্লিপিং সিট, ৩২০টি এসি সিট ও ৩৮০টি শোভন চেয়ার রয়েছে। 

মোট ১৩টি কোচ নিয়ে ট্রেনটি কুষ্টিয়া পোড়াদহ-রাজবাড়ি-ভাঙ্গা হয়ে পদ্মা সেতু পার হবে রাজধানী পৌঁছাবে। প্রথমে ট্রেনে যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত আরোহীরা। 

একই সঙ্গে যারা পদ্মা সেতুর উপর দিয়ে প্রথম ট্রেনটি চালিয়ে নেবেন তারাও নিজেদের সৌভাগ্যবান মনে করেছেন। ঢাকা পৌঁছাতে ট্রেনটি সময় লাগবে প্রায় সাত ঘণ্টা। 

স্টেশন মাস্টার মাসুদ পারভেজ রনি জানান, আগামী বছরের মাঝামাঝি এই ট্রেন নড়াইল হয়ে কালনা সেতুর উপর দিয়ে ঢাকা অভিমুখী যাবে। তখন সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। 

তিনি আরো জানান, প্রতিদিন একটা ট্রেন পদ্মা সেতু হয়ে ঢাকা যাবে এবং ঢাকা থেকে একটি ট্রেন খুলনায় আসবে। 

এছাড়া আগামীকাল ২ নভেম্বর থেকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন ভারত অভিমুখী যাত্রা করবে।

এসআর

×