
কয়েল ফ্যাক্টরী
গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে মশার কয়েল তৈরির একটি কারখানাকে এক লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার মহানগরীর গাছা থানাধীন খাইলকৈর এলাকার মোল্লা এন্টারপ্রাইজ নামের ওই কারখানাকে এ অর্থদন্ড করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক শাখার উপ ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ জানান, দীর্ঘদিন ধরে গাজীপুরের খাইলকৈর এলাকার মোল্লা এন্টারপ্রাইজ নামের মশার কয়েল তৈরির একটি কারখানায় অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহার করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কেশবতী বেগম নামের এক নারীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। গ্যাস লাইন বিচ্ছিন্ন করে গ্যাস সরবরাহের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া একই এলাকার জয় বাংলার রোডে কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাজীপুর তিতাস অফিসের ব্যবস্থাপক (মিটারিং এন্ড ভিজিলেন্স শাখা) মোঃ মোখলেছুর রহমান ভূঁইয়া, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী কে এইচ ফয়সাল আহমেদ, মোঃ আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী রাকিব হাসান, হাসান আল ফয়সাল, উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা, অনিমেষ কুমার পাল, মনি শংকর রায়, সহকারী কর্মকর্তা মোঃ সোহেল রানা, সিনিয়র বিক্রয় সহকারী মোঃ আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এস