সমাবেশে শেখ তন্ময় এমপি
‘দেশের অগ্রগতি, উন্নতি ও শান্তি বিনষ্টের জন্য ’৭১ এর পরাজিত শক্তি আবারও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। ওরা নির্বাচনে আসতে চায় না, আবার অবাধ সুষ্ট নির্বাচন হতে দিতে চায় না, আসলে ওরা কী চায়। ওরা (বিএনপি-জামায়াত) জানে ওদের কৃতকর্মের জন্য জনগণের ভোট পাবে না। নির্বাচন বানচাল করতে চায়। ওরা সব সময় বাংলাদেশের উন্নতি-শান্তি-সম্প্রীতি ধ্বংস করতে চায়। তাই স্বাধীনতার স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার জিরো পয়েন্টে আওয়ামীলীগ আয়োজিত শান্তি বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর দৌহীত্র শেখ তন্ময় এমপি এ কথা বলেন।
এসময়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: হেমায়েত উদ্দিন ভুঁইয়া, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিকদার আবু বক্কর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম-সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সভাস্থলে হাজির হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে শেখ তন্ময় আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন মর্যাদার আসনে আসীন। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান করতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, উন্নয়ন চায়। মানুষ শান্তি ও উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় দেখতে চায়। তবে জামাত-বিএনপি যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। কোথাও বিশৃংখলা সৃস্টি করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করতে হবে।
এস