
সমাবেশে বঙ্গবন্ধুর দৌহিত্র এমপি শেখ তন্ময়
“বিএনপি-জামায়াতর জঙ্গী, সন্ত্রাস, দুর্ণীতি, দুঃশাসন দিয়েছে জনগণকে। আর আওয়ামীলীগ অভূতপূর্ব উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তির নিশ্চয়তা নিশ্চিত করেছে। আজ সারা বিশ্বে বাংলাদেশের সমৃদ্ধির প্রশংসা করছে। জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়, স্থিতিশীলতা চায়। তাই জনগনের ভোটে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার নিরঙ্কুশ বিজয় হবেই।”
রবিবার বিকালে বাগেরহাট খান জানজাহান (রঃ) মাজার গেটে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে বিশাল সমাবেশে বঙ্গবন্ধুর দৌহিত্র এমপি শেখ তন্ময় এ কথা বলেন। এসময় তিনি বর্তমান সরকারের অসামান্য সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করার আহবান জানান।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, শেখ বশিরুল ইসলাম, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, ফিরোজুল ইসলাম, এম এ মতিন, সরদার নাসির উদ্দিন, মীর জায়েসী আশরাফী জেমস-সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাতীলীগ, সেচ্ছাসেবকলীগসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেখ তন্ময় আরও বলেন, করোনা গেল, বন্যা হল, কত দুর্যোগ গেল, মাঠে ঘাটে মানুষের পাশে তাদের কোনদিন দেখা যায়নি। তাদের নেতা থাকে বিদেশে। দেশের উন্নয়ন তারা দেখতে পাবে না। বিএনপি নির্বাচনে আসবে কি, না আসবে সেটা তাদের বিষয়। আমরা স্বাধীন-সার্বভৌম দেশ, আমাদের সিদ্ধান্ত আমরা নেব।
এ দেশের জনগণ সকল শক্তির উৎস্য। কোন বিদেশি শক্তি আমাদের সিদ্ধান্ত দিতে পারবে না। নির্বাচন সময় মতই হবে। জনগণ আমাদের পাশে আছে, আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। বিএনপি-জামায়াত চক্র জানে তারা জনগনের ভোটে কোন দিন ক্ষমতায় আসতে পারবে না।
তাই ষড়যন্ত্র আর বিদেশী দোসরদের নিয়ে অপতৎপরতা করছে। চায়ের দোকানে বসে বিএনপি-জামায়াতসহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি সরকার পতনের যে দিবাস্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন কোন দিন বাস্তব হবে না। মিথ্যা আর গুজব ছড়িয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো যাবে না। জনগণ তার সন্তানের জন্য উন্নত, নিরাপদ বাংলাদেশ চায়। তাই নৌকার বিজয় সুনিশ্চিত।
এস