ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন গঠন দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ০০:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৩

দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন গঠন দাবি

জাতীয় নির্বাচনের আগে দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আগামী জাতীয় নির্বাচনের আগে দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন, ধর্মীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর ও জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগ বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর কমিটির সভাপতি শ্যামল হালদার। বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ড, জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহাসহ রতন মিত্র, সমরেশ সাহা, আইনজীবী নিমাই রায়, প্রকৌশলী পরিমল রায়, অধ্যাপক তারক চাঁদ ঢালী, বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, বিকাশ কুমার সাহা, রামচন্দ্র পোদ্দার, প্রকাশ অধিকারী, রঞ্জন রায়, ডা. শেখর চন্দ্র পাল, রজত কান্তি দাসসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতা।

×