
মানচিত্র
হবিগঞ্জ আদালতে রিমান্ড শুনানির সময় রাজু মিয়া (২৪) নামে এক মাদক কারবারী হাতকড়াসহ পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে তিনি পালিয়ে যান।
পলাতক রাজু জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি গ্রামের চান মিয়ার ছেলে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন আদালতের পেশকার রামেন্দ্র চন্দ্র বিশ্বাস মুঠোফোনে।
জানা গেছে, গত ৩১ আগস্ট ১৬৪ বোতল ফেনসিডিলসহ রাজুকে আটকের পর মাধবপুর থানায় সোপর্দ করে র্যাব। বৃহস্পতিবার পুলিশের করা ৫ দিনের রিমান্ড আবেদন শুনানির জন্য তাকে আদালতে আনা হয়।
পেশকার রামেন্দ্র চন্দ্র বিশ্বাস জানান, রিমান্ড আবেদন শুনানির জন্য রাজুকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতের এজলাসে তোলা হয়। সেখান থেকে হাতকড়াসহ তিনি দৌড়ে পালিয়েছেন।
এ ঘটনায় আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
আদালতে থাকা পুলিশ সদস্যের দায়িত্ব অবহেলার কারণে হাতকড়াসহ ওই আসামি পালিয়ে যেতে সক্ষম হয় বলেও পেশকার উল্লেখ করেন।
সন্ধ্যা ৭টায় আদালতে কর্মরত মাধবপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জাকারিয়া আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তরে রয়েছি। এ বিষয়ে পরে কথা বলব।
এসআর