
মারপিট
নওগাঁর রানীনগরে এক প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীকে লাগাতার কু-প্রস্তাব দিয়ে রাজী করাতে না পেরে তাকে প্রকাশ্যে ধরে বেদম মারপিট করেছে এক লম্পট যুবক। রবিবার সন্ধ্যায় এব্যাপারে রানীনগর থানায় মামলা দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার ভান্ডারা গ্রামের প্রবাসী রুবেল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৬) স্বামী বিদেশে থাকায় ২ কন্যা সন্তান নিয়ে মায়ের সঙ্গে থাকতো। এতে প্রতিবেশী বিবাহিত যুবক হাসান আলী সুযোগ পেলেই তাকে কু-প্রস্তাব দিতো। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার সন্ধ্যার দিকে তাকে য়ৌনহয়রানীর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে বেদম মারপিট করে।
স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে রানীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এব্যাপারে ওই রাতেই থানায় অভিযোগ করা হয়। পুলিশ আসামী গ্রেপ্তারে তৎপর রয়েছে।
এস