ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শাল্লায় হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, শালা (সুনামগঞ্জ)

প্রকাশিত: ১২:০২, ২৪ জুলাই ২০২৩

শাল্লায় হাওরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

হাওর, ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার মামুদনগর গ্রামের পুর্ব দিকে ছায়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে। তিনি মামুদনগর গ্রামের আহাদ মিয়ার ছেলে আলী মিয়া(২৮)।

স্থানীয় ও পুলিশসুত্রে জানা যায়, সোমবার সকাল সাতটার দিকে আলী মিয়া ও তার ছোট ভাই জুনায়েদ মিয়া(১০) হাওরে মাছ ধরতে যায়। সাড়ে ৮টার দিকে বড় ধরনের একটি বজ্রপাত পড়ে। ধারনা করা যাচ্ছে এই বজ্রপাতে হয়তো আহত হয়ে নৌকা থেকে পড়ে হাওরে তলিয়ে যায়। পরে নৌকায় থাকা জুনায়েদ মিয়া বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ভেড়জাল নিয়ে এসে নিখোঁজ আলী মিয়া লাশ খুঁজাখুঁজি করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলী মিয়ার লাশ উদ্ধার করা হয়নি।

শাল্লা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ লোকের মরদেহ উদ্ধারের জন্য উদ্ধার কাজ চলছে।

টিএস

×