ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিয়ের চার দিন পরই আত্মহত্যা 

নিজেস্ব সংবাদদাতা, নলছিটি,ঝালকাঠি

প্রকাশিত: ১৪:৫৩, ৯ জুলাই ২০২৩

বিয়ের চার দিন পরই আত্মহত্যা 

নলছিটি থানা

ঝালকাঠির নলছিটিতে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বাবু মৃধা (২৫) নামের এক  যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ৯ টার দিকে  পৌর এলাকার নান্দিকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবু মৃধা ওই এলাকার মোঃ সেকান্দার আলী মৃধার বড় ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ।

চার দিন আগে নিহত যুবক উপজেলার  আজিমপুর গ্রামে বিবাহ করেন। এলাকাবাসী ও নিহতর স্বজনরা জানান নিহত বাবু মানসিক রোগী ছিলেন তাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  বাবুর মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে। 

টিএস

×