ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সেলফি তুলতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল ২ কলেজছাত্র 

নিজস্ব সংবাদদাতা, লক্ষীপুর 

প্রকাশিত: ১৩:২২, ১ জুলাই ২০২৩

সেলফি তুলতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল ২ কলেজছাত্র 

জেলা সদর হাসপাতালে স্বজনদের আহাজারি।

লক্ষীপুরে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ নিহত এবং ৩ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় জেলা সদরের মজুচৌধূরী হাট মটবী দরবার শরীফের কাছে লক্ষীপুর-ভোলা-বরিশাল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। চলন্ত মোটরসাইকেলের সেলফি নিতে গিয়ে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন, লক্ষীপুর সরকারি কলেজের ছাত্র সাফায়েত হোসেন (১৭), তার পিতার নাম মঞ্জু। তার গ্রামের বাড়ি সদর উপজেলার আটিয়াতলীতে। তার বন্ধু রাজন (১৮), পিতা আক্তার হোসেন। তার বাড়িও একই উপজেলায়। 

এদিকে, গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হলেন- তুষার (৩০), রিয়াজ (১৯) এবং সোহেব হোসেন (১৮)। এদের মধ্যে তুষারের অবস্থা আশঙ্কাজনক। 

জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. কমলাশীষ রায়ব বলেন, ‘দুইজনকে ব্রড ডেথ আনা হয়েছে। অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছে হাসপাাতালে। তাদেরকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়েছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল দুটি সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে।’

এম হাসান

×