
পানিতে মৃত্যু। প্রতীকী ছবি
ঝালকাঠির কাঠালিয়ায় পানিতে ডুবে নাতির মৃত্যু হয়েছে। এই শোকে খালে ঝাঁপ দিয়েছেন দাদি পুষ্প রানী (৬০)।
বুধবার (২১ জুন) সকালে উপজেলার পশ্চিম ছিটকি স্কুল অ্যান্ড কলেজের সামনের খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে বাড়ির সামনের খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।
পুষ্প রানী উপজেলার সাতানী বাজার সংলগ্ন পশ্চিম ছিটকি গ্রামের বাসিন্দা। ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য পরিতোষ মিস্ত্রির স্ত্রী।
গেল শুক্রবার দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাতি দেবরাজ (১১)। খালের পানিতে ডুবে নাতির মৃত্যুর ঘটনার দুই দিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন দাদি পুষ্প রানী। নিখোঁজের পর তার স্বজন ও এলাকাবাসী রাতভর খোঁজাখুঁজি করে তাকে পাননি।
মঙ্গলবার সকাল থেকে কাঠালিয়া ফায়ার সার্ভিস ইউনিট ও বরিশালের ডুবুরি দল তাকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। বুধবার সকালে উপজেলার পশ্চিম ছিটকি স্কুল অ্যান্ড কলেজের সামনের খাল থেকে ভাসমান অবস্থায় পুষ্প রানীর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকে নাতি হারানোর শোকে মানসিকভাবে ভেঙে পড়েন দাদি। পরে সোমবার রাত ১০টার দিকে দেবরাজের দাদি পুষ্প রানী একই স্থানে পানিতে ঝাঁপ দেন।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। বুধবার সকালে এলাকাবাসীর সহায়তায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এসআর