ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হেলিকপ্টার দেখতে ভিড়!

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ২১:৪৪, ৭ জুন ২০২৩

হেলিকপ্টার দেখতে ভিড়!

হেলিকপ্টার দেখে উৎসুক জনতার ভিড়

বুধবার বগুড়া নগরীর সেউজগাড়ি এলাকার রাস্তার ধারে শুকনো ডোবার মধ্যে এক প্রাইভেট হেলিকপ্টার অবতরণ করে। ফাঁকা হেলিকপ্টার দেখে অনেকে মনে করেছিলেন মুখ থুবড়ে পড়েছে। আশপাশের কৌতূহলী লোকজন হেলিকপ্টার ঘিরে ধরে। কেউ নেড়ে চেড়ে হেলিকপ্টার দেখে। কেউ ছাদে ওঠার চেষ্টা করে। কেউ ছাদে ওঠার জন্য মই আনে। লোকজনের এমন কৌতূহলে পথচারীরা দর্শনার্থী হয়ে আসে। বলাবলি এই হেলিকপ্টার পড়ল কি করে! লোকজন কোথায়। কেউ জানালার কাঁচ দিয়ে ইতিউতি দেখে কেউ আছে কি না। নগরীতে রটে যায় একটি হেলিকপ্টার পড়ে গেছে। 
কপ্টারে লোকজন নেই। আজব ব্যাপার। কৌতূহল বেড়ে যায়। এমনিতেই চড়া রোদ। গরমে টেকা দায়। বাতাস নেই। তার মধ্যে হেলিকপ্টারও কি গরমে উড়তে পারছে না! নানা প্রশ্ন। শেষ পর্যন্ত উত্তর মিলল- বগুড়ার সাবেক জমিদার পরিবারের এক সদস্য ঢাকা থেকে কপ্টারে উড়ে এসে বগুড়ায় অবতরন করেন। পাইলট এবং ওই ব্যক্তি কপ্টার রেখে নিজেদের বাড়িতে যান। এর মধ্যেই কত রটনা। কত ঘটনা। লোকজনের ভিড়। হেলিকপ্টার ছুঁয়ে নেড়েচেড়ে দেখা। হেলিকপ্টার ছুঁয়ে দেখার ক্ষণিকের এই আনন্দ গরমের জ¦ালাকে কিছুটা সইয়ে দিয়েছে। ছেলেবেলার একটা ছড়া ছিল ‘আকাশেতে ওড়ে কি হেলিকপ্টার তার মধ্যে বাজে কি ট্রানজিস্টার (ষাটের দশকে রেডিওকে ট্রানজিস্টরও বলা হতো)।’ সেই ট্রানজিস্টার বাজল কৌতূহলের ছলে। অতঃপর একটি হেলিকপ্টার।

×