
শহরের ছিলিমপুর এলাকায় হেনা সিটি স্ক্যান সেন্টারে অভিযান
বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে শহরের ছিলিমপুর এলাকায় শুধু ট্রেড লাইসেন্স দিয়ে হেনা সিটি স্ক্যান সেন্টার নামের এক প্রতিষ্ঠান পরিচালনা করেছিলেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। সোমবার দুপুরে বগুড়া ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ওই সিটি স্ক্যান করার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অননুমোদিত ও প্রতারণামূলকভাবে সিটি স্ক্যানের প্রতিষ্ঠান পরিচালনার জন্য দুই লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে এটি সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই যৌথ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি মেডিক্যাল অফিসার ডা. দিবাকর বসাক, বগুড়া চেম্বার অব কমার্সের প্রতিনিধি এনামুল হক দুলাল এবং পুলিশের একটি টিম।