
ঈদ উপহার বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া ও বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় খাগড়াছড়ি বিজিবি স্টোরের উদ্যোগে ৩ হাজার দুঃস্থ,গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠে ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এ ইফতার ও রাতের খাবার বিতরণ করেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় ৩২ খাগড়াছড়ি বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ এমদাদুল হক, ৫৪ বিজিবি’র বাঘাইহাট অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান,৩ বিজিবি’র পানছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ওয়াসিউদ্দীন আহমেদ, খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদর দপ্তরের স্টাফ অফিসার মেজর মো: মনিরুজ্জামান ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা,জেসিও,পদবীর সদস্য ও পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, এ কর্মসূচীর আওতায় আরো ২ হাজার ব্যক্তিকে ইফতার ও রাতের খাবার বিতরন করা হবে।বিজিবি’র এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারন মানুষ।
অপরদিকে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়ন উদ্যেগে সেনা প্রধানের পক্ষ থেকে ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিতে অসহায়, দু:স্থ, পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সেনা বাহিনী প্রধানের উপহার সামগ্র পৌঁছে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। এ ছাড়াও সকালে রামগড় উপজেলার থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠ, উপজেলার বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬শ পরিবারের মাঝে সেনা বাহিনী প্রধানে পক্ষ হতে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, লুডুলস গুড়ো দুধ, মুরগীএবং মসলাসহ যাবতীয় উপকরণ বিতরণ করা হয়। এ সময় রিজিয়নের জিএসও-২ এবংবিএমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস