ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফুল বিজু পালিত

বৈসাবির ফুল ভাসল জলে, পাহাড়জুড়ে আনন্দ উৎসব

জীতেন বড়ুয়া ও মোহাম্মদ আলী

প্রকাশিত: ২৩:৫৬, ১২ এপ্রিল ২০২৩

বৈসাবির ফুল ভাসল জলে, পাহাড়জুড়ে আনন্দ উৎসব

খাগড়াছড়িতে ফুল ভাসিয়ে ফুল বিজু উৎসব উদ্্যাপন করেন চাকমারা

বৈসু, সাংগ্রাই, বিজু এই তিন মিলেই বৈসাবি। সর্বজনীন অনন্য এক পাহাড়ি উৎসব। মূলত বাংলাদেশের তিন পাহাড়ি জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব এটি। আর এই উৎসব ও বৈশাখের রঙে পার্বত্য চট্টগ্রাম যেন সেজেছে অনন্য এক রূপে। উৎসব উপলক্ষে পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত পল্লী হতে শহর ও শহরতলীতে শুরু হয়েছে বিজু মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা। পাহাড়ি পল্লীতে পল্লীতে চলছে আনন্দ উল্লাস। কয়েকদিন ধরেই চলেছে বৈসাবি উৎসব। এরই মধ্যে বুধবার পার্বত্য অঞ্চলের বিভিন্ন নদী ও হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ফুল বিজু উৎসব। আজ চাকমাদের বিজুর দ্বিতীয় দিন।

এই দিন তারা ঐতিহ্যবাহী খাবার পাঁচন তৈরি করে আপ্যায়ন করবেন। এই দিন থেকে তিনদিনব্যাপী ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব শুরু হবে। এই দিনেও ত্রিপুরারা দেবী গঙ্গার উদ্দেশে ফুল দিয়ে প্রার্থনা করবেন। মারমাদের সাংগ্রাই উৎসব শুরু হয় বাংলা নববর্ষের প্রথম দিনে। উৎসবের অন্যতম অনুষঙ্গ জলকেলী। সকল দুঃখ ও পাপ ধুয়ে দিতে মারমারা একে অপরের দিকে পানি ছুড়ে মেতে উঠেন। মোটকথা উৎসবের নগরে পরিণত হয়েছে গোটা পার্বত্য অঞ্চল। এছাড়াও রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগেও বৈসাবি পালন করা হয়।

বুধবার কাপ্তাই হ্রদে ফটিক জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈসাবি। নদীর জলে গঙ্গাদেবী উদ্দেশ্যে খুব ভোরে ফুল ভাসিয়ে তাদের ফুল বিজু উৎসবের প্রথম প্রহর শুরু করে। এই দিন পাহাড়ের বিভিন্ন নদীর তীরে চোখে পড়েছে হরেক রকম ফুল ভাসানো দৃশ্য। নদীর তীরে যেন ক্ষুদ্র নৃঃগোষ্ঠীর মিলনমেলা বসেছে।  এই মিলনমেলায় কেউ যোগ দিচ্ছেন দল বেঁধে, আবার কেউবা একাকী।  
বুধবার  সকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার প্রধান অতিথি থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বিজুর আনুষ্ঠানিকতা শুরু করেছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা নানা রকমের ফুল নদীর জলে কলাপাতা বা কোন গাছের বড় পাতা করে এই ফুল নদীতে ভাসায়। পরে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশে তার করজোড়ে প্রার্থনা করে। 
রাজধানীতে বৈসাবি ॥ রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বৈসাবি উৎসব উদযাপন করে। বুধবার সকালে রাজধানীর বেইলি রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। শোভাযাত্রাটি শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স বেইলি রোড প্রাঙ্গণ থেকে রমনা পার্ক লেক পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। পরে দেশের শান্তি ও সমৃদ্ধ কামনা করে রমনা পার্কের লেকে ফুল ভাসানো হয়েছে। শোভাযাত্রায় রাজধানীতে বসবাসরত তিন পার্বত্য অঞ্চলের মানুষ অংশ নেন।
কাপ্তাইয়ে বিজু ॥  জেলার কাপ্তাইয়ে  তঞ্চঙ্গ্যা সম্প্রদায় ও  বিষু উৎসবে বর্ণিল আয়োজন করেছেন। ‘সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরি সম্মিলিত উদ্যোগে আনন্দে মেতে উঠি উল্লাসে’ এই স্লোগানকে সামনে  নিয়ে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটির যৌথ অয়োজনে  কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের  অন্যতম সামাজিক উৎসব অনুষ্ঠান বিষু উৎসব। এ উপলক্ষে বুধবার র‌্যালি, আলোচনা সভা, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বান্দরবান ॥ বান্দরবানের সাঙ্গু নদীতে ওইদিন ভোরে ফুল নিবেদনের মধ্যেমে ফুল বিজু উৎসব পালিত হয়েছে। বছরের শেষ দিনের আগের দিন পাহাড়বাসীরা ঘটা করে এই উৎসব পালন করে। শুধু সাঙ্গু নদীতে নয় পাহাড়ের আনাচে-কানাচে ছড়িয়ে ছিঠিয়ে থাকা প্রতিটা নদী ক্ষুদ্র নৃঃগোষ্ঠীর লোকেরা নতুন জামা কাপড় পরে এই ফুল ভাসানোর উৎসবে মেতে উঠে। আজ হবে তাদের মূল বিজু। এইদিন তারা ঘরে ঘরে পাজন রান্না করে সকলকে খাওয়াবে।
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে খাগড়াছড়ি ॥ বুধবার থেকে খাগড়াছড়িতে শুরু হচ্ছে বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা। নদীতে মা গঙ্গার উদ্দেশে ফুল দিয়ে পূজা করার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব। বুধবার পালিত হয়েছে ফুল বিঝু। এতে অংশ নিয়েছে হাজারো মানুষ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীতে জড়ো হয় হাজারো মানুষ। রীতি অনুযায়ী পুরনো বছরের দুঃখ জরা ভুলে নতুন বছরের মঙ্গল কামনায় গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের উদ্দেশে ফুল দিয়ে পূজা করে চাকমা তরুণ-তরুণীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের লেকের পানিতে ফুল ভাসিয়ে বিজু উদযাপন ॥ কক্সবাজারের চকরিয়া সংবাদদাতা জানান, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কর্মরত উপজাতীয় চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কর্মচারীদের স্বজনরা পার্কের ভিতরে লেকের পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় আর ১৪৩০ বঙ্গাব্দ নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। বুধবার সকালে সাফারি পার্কের কর্মরত কর্মচারীর পরিবারের বিভিন্ন বয়সের নারী-পুরুষ পানিতে ফুল ভাসিয়ে ঐতিহ্যবাহী এই উৎসব পালন করেন।

×