ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা সৈকতে পর্যটকের ওয়াকিং জোনে ঝুকিপূর্ণ স্থাপনা 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৬:১৪, ৩১ মার্চ ২০২৩

কুয়াকাটা সৈকতে পর্যটকের ওয়াকিং জোনে ঝুকিপূর্ণ স্থাপনা 

স্থাপনা 

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বেলাভূমি লাগোয়া এই স্থাপনাটিকে স্থানীয় মানুষ সরদার গেস্ট হাউস নামে চেনেন। কুয়াকাটার ব্যবসায়ীদের অভিযোগ এই স্থাপনার কারণে সাগরে জোয়ারের সময় পর্যটকের ওয়াকিং জোন থাকে না। জোয়ারের ঝাপটা লাগে ওই স্থাপনায়। 

তারপরে নড়বড়ে স্ট্রাকচারে গড়ে ওঠা ওই স্থাপনাটি কালবৈশাখী ঝড়সহ জলোচ্ছ্বাসের ঝাপটায় বিধ্বস্ত হয়ে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। পর্যটকদের বিচরণের স্থলে থাকা ওই স্থাপনাটি অপসারণের দাবি করেছেন পর্যটকরা। 

একে তো ঝড়ের মৌসুম এসে গেছে এর আগেই এটি অপসারণ না করলে বিধ্বস্তের শঙ্কা রয়েছে। কুয়াকাটা শূন্য পয়েন্টের পশ্চিম পাশেই সৈকতের বেলাভূমে তোলা হয়েছে ঝুকিপূর্ণ এই স্থাপনাটি। এটিতে সৈকতের সৌন্দর্যহানি ঘটছে। এ স্থাপনার মেরামত কাজে আবার সৈকতের বালু কেটে ব্যবহার করা হচ্ছে। 

এ বিষয়ে এই স্থাপনার মালিক গণমাধ্যমের মোবাইল ফোন রিসিভ করছেন না। 

কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, তিনি পরিদর্শন করে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

 এসআর

×