ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চট্টগ্রামে আধাঘণ্টার  বৃষ্টিতে  দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:২৫, ২৩ মার্চ ২০২৩

চট্টগ্রামে আধাঘণ্টার  বৃষ্টিতে  দুর্ভোগ

বুধবার দুপুরের পর আধাঘণ্টার বৃষ্টিতে রেয়াজুদ্দিন বাজার এলাকায় ডুবে যাওয়া সড়ক 

সাগরে নিম্নচাপ বা লঘুচাপ নেই, আবহাওয়া বিভাগ থেকে নেই কোনো ধরনের সতর্কতা সংকেত। চৈত্র মাসের মনসুন সক্রিয় হওয়ার কথা নয়। তারপরও গত কয়েকদিন ধরে গুমোট আবহাওয়া। গুঁড়ি গুঁড়ি নয়, বলা যায় ফোঁটা ফোঁটা বৃষ্টি। কিন্তু এরইমধ্যে বুধবার বিকেল তিনটার পর মাত্র আধাঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামে নেমে আসে ভোগান্তি। নগরের নিচু এলাকাগুলোর সড়ক পানি ও কাদায় একাকার হয়ে যায়। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যায় পানি। এতে করে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। 
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, আকাশে কিছু মেঘমালার সৃষ্টি হয়েছে, যা পরিষ্কার হচ্ছে না।  বুধবার বিকেল তিনটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাত্র ১ মিলিমিটার। 
বুধবার বিকেলের হঠাৎ বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কিছু নিচু সড়কে পানি উঠে যায়। মওসুমের প্রথম দিকের বৃষ্টি বিধায় এ পানিতে ধুলো মিশে কাদায় পরিণত হয়। নগরীর তিনপুলের মাথা, রেয়াজুদ্দিন বাজার, গোলাম রসুল মার্কেটসহ কিছু বিপণি কেন্দ্রে পানি প্রবেশ করে। কেনাকাটা করতে আসা নগরবাসী পড়ে যান বিপাকে। দোকান মালিকরা ব্যস্ত হয়ে পড়েন তাদের মালামাল রক্ষার কাজে।

×