
সড়কে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে আল-আমিন পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ প্রাণ গেল অটো রিকশা চালকের। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে শিমুলতলা বাজার সংলগ্ন জেড এ ভূট্রো মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থী তুর্য্য ভট্টাচার্য্য (১৬) বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠী গ্রামের মিলন ভট্টাচার্য্যের পুত্র। এ ছাড়া নিহত অটো রিকশা চালক আকাশ পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। আকাশ তার পরিবার নিয়ে শিমুলতলায় ভাড়া বাসায় থাকতেন।
এ ঘটনায় বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। স্প্রিড ব্রেকার নির্মাণসহ ঘাতক আল-আমিন পরিবহনের চালককে আইনের আওতায় এনে কঠিন শ্বাস্তির দাবি জানান তারা। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করেছে।
দুর্ঘটনাস্থলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর জানান, দুর্ঘটনায় নিহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের উপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচ