ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৯৪৫ ‘খুদে বঙ্গবন্ধুর’ ৭ মার্চের ভাষণ উপস্থাপন

​​​​​​​স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ২০:৩৮, ৮ মার্চ ২০২৩

১৯৪৫ ‘খুদে বঙ্গবন্ধুর’  ৭ মার্চের ভাষণ  উপস্থাপন

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপস্থাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতিবিজড়িত মার্চ দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এর মধ্যে জেলা স্টেডিয়ামে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক সেই ভাষণ উপস্থাপন করে এক হাজার ৯৪৯ খুদে বঙ্গবন্ধু। মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হয় ভাষণ। জেলা প্রশাসনের উদ্যোগে এবং ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠী খুদে বঙ্গবন্ধু সংসদের পরিচালনা পরিবেশনায় এই আয়োজন সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, জাতির পিতার জন্ম সাল ১৯২০ তার সঙ্গে ২৯ জন নেতা নেতৃত্ব দেন। ২৯ জনের মধ্যে জন বঙ্গবন্ধু, জন জাতীয় নেতা, জন ভাষা শহীদ, জন বীরশ্রেষ্ঠ ১১ জন সেক্টর কমান্ডারের ভূমিকায় অবতীর্ণ হন। ২৫টি স্কুলের মধ্যে ১১টি স্কুল থেকে ১১০ জন ১৪টি স্কুল থেকে ৫০ জন করে অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু ৩৫ বছর বয়সে মন্ত্রিত্ব লাভ করেছিলেন, সেই স্মৃতিকে মনে করে ৩৫টি লাইনে দাঁড়িয়ে ছিল খুদে বঙ্গবন্ধুরা। প্রতিলাইনে ৫৫ করে দাড়িয়েছিল কারণ জাতির পিতা ৫৫ বছর বয়সে শহীদ হয়েছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসকসহ বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তা, পুলিশ বাহিনীর কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ গঠনে শিশুদের শপথবাক্য পাঠ করান সিটি মেয়র।

×