
বক্তব্য রাখছেন আমির হোসেন আমু
ঝালকাঠি ‘উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়’ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, মেয়র আলহাজ্ব লিয়াকত আলি তালুকদার, ঝালকাঠি চেম্বার অব কমার্স সভাপতি মনিরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামীম আহম্মেদ। বিদ্যালয়ের তিন গ্রুপের ৩২টি ইভেন্টে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আন্তরিকভাবে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণ করে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। দায় সারাভাবে সাংস্কৃতিক মনোভাবকে পরিহার করে আন্তরিকভাবে গ্রহণ করে এর উৎকর্ষ বাড়াতে হবে। অনুরূপভাবে আগামী দিনের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য প্রশিক্ষণ নিয়ে ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করে দেশকে এগিয়ে যেতে হবে।
এমএস