ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

হাটহাজারীতে প্রবাসীকে পিটিয়ে হত্যা

নজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:০৫, ৫ ফেব্রুয়ারি ২০২৩

হাটহাজারীতে প্রবাসীকে পিটিয়ে হত্যা

শনিবার আন্দরকিল্লা মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়নে শনিবার সকালে পুকুর থেকে পানি সেচের ঘটনাকে কেন্দ্র করে  প্রতিপক্ষের হামলায় বাদশা  আলম  (৪০)  নামে এক প্রবাসী খুন হয়েছেন। এর আগে পানি সেচ নিয় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে হাতাহাতিতে রূপ নিলে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় স্বজনরা তাকে সরকারহাট গণি হসপিটালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাদশা আলম ওই এলাকার জব্বার আলম চৌধুরী  বাড়ির মৃত নূরুল ইসলামের পুত্র। এ ব্যাপারে, হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘোড়াঘাটে গৃহবধূ
স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ঘোড়াঘাট উপজেলা পল্লীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের পাইকারগড় এলাকায় এ ঘটনা ঘটে। আমিনা ওই এলাকার সেকেন্দার আলীর স্ত্রী। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, জমি নিয়ে ওই এলাকার মিন্টু মিয়ার সঙ্গে সেকেন্দার আলীর জমি নিয়ে বিরোধ চলছিল।

শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে পানি নেওয়ার চেষ্টা করে উভয়পক্ষ। এতে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে গোলজার আলীর ছেলে মিন্টু ধারালো অস্ত্র দিয়ে আমিনার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

শীর্ষ সংবাদ:

বিধ্বংসী বোলিংয়ে ৭৭ রানে জয় পেল বাংলাদেশ
নাগরিকের ঠিকানায় খতিয়ান-ম্যাপ পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ :প্রধানমন্ত্রী
পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলতে চার সপ্তাহ অপেক্ষা
ঈদ উপলক্ষে ৯ এপ্রিল বাজারে আসছে নতুন নোট
বুধবারের মধ্যে ইবির তিন অভিযুক্ত ছাত্রীদের কে জবাব দেওয়ার নির্দেশ
পিরোজপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ডিবি ওসিসহ আহত ৪
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ: বিবিএস
জামিন পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী
মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে মাত্র ‘২৪ ঘণ্টা’লাগবে: ট্রাম্প
মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৪০