
খানাখন্দে ভরা ইপিজেড সড়ক
ঈশ্বরদী-ইপিজেড ও পাকশী স্টেশন সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঈশ্বরদী থেকে ইপিজেড ও পাকশী স্টেশনের মধ্যে চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোডের বর্তমান অবস্থা দেখে মনে হবে সড়কের কোনো অভিভাবক নেই। রেলগেট থেকে সাঁড়া গোপালপুর তালতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রোডটি দেখলেই মনে হবে ঈশ^রদীতে এমন খানাখন্দে ভরা আর কোনো রোড নেই।
দীর্ঘদিন থেকে এই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একইভাবে রূপপুর টানেল থেকে হার্ডিঞ্জ ব্রিজ স্টেশন পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোডটিরও অবস্থা তথৈবচ। অভিভাবকহীন এই রোড দুটি দীর্ঘদিন সংস্কার না করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বর্তমানে চলাচলের অযোগ্য ও নাজুক হয়ে পড়া রোড দুটি মেরামতের দাবি উঠেছে রেল বিভাগ, ইপিজেডসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে। এমনকি পাকশীতে আসা দেশী-বিদেশী পর্যটক ও দর্শনার্থীরাও এই রোড দুটির নানা প্রকার খানাখন্দ ও ধুলাবালি এবং দুর্ঘটনা নিয়ে বিরূপ মন্তব্য করতেও দ্বিধাবোধ করছেন না।
এলাকার অসংখ্য ভুক্তভোগী, ইপিজেড শ্রমিক, বিভিন্ন প্রকার যানবাহন মালিক ও চালকদের অভিযোগে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগের অযোগ্য ও অদক্ষ দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলায় প্রতিদিন অসহনীয় ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় রোড দুটির অবস্থা এতই নাজুক যে, হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে।