ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঙালির আত্মপরিচয় জাগিয়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১৬:০১, ৩০ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৬:০৫, ৩০ জানুয়ারি ২০২৩

বাঙালির আত্মপরিচয় জাগিয়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,বাঙালি যতবার সভ্যতার সংকটে পড়েছে ততবার কবিগুরুর কবিতা, গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে। 

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪১তম জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, কথা, কবিতা ও গানে বিশ্বকবি সামগ্রিকভাবে বাঙালি নন্দনতত্ত্বকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের কৃতিত্বকে পরিচিত করতে প্রতিটি জেলায় রবীন্দ্র সম্মেলন আয়োজন দরকার।

জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, এফবিসিসিআইর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল এবং রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন।

৩-৫ মার্চ নওগাঁয় ৪১তম রবীন্দ্র সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

টিএস

×