ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কারুপল্লীর জন্য বঙ্গবন্ধু ৬৯ একর জমি বরাদ্দ দিয়েছিলেন 

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২০:২৬, ১৮ জানুয়ারি ২০২৩

কারুপল্লীর জন্য বঙ্গবন্ধু ৬৯ একর জমি বরাদ্দ দিয়েছিলেন 

ওবায়দুল কাদের 

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে আগ্রীহ নয়, তাদের এখন যে ক্ষমতা থাকবে সব লন্ডবন্ড করে দে মা লুটেপুটে খাই, ঐ খাই খাই ভাব, সে জন্য ইলেকশন হলেত শেখ হাসিনার সাথে পারবে না। 

বুধবার ( ১৮ জানুয়ারি ২৩) বেলা ১২ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোকজ মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা জানে ভোটে হেরে যাবে সেজন্য এখন রেগে গেছে। মির্জা ফখরুল সাহেব এখন হাসপাতালে যায় ও মির্জা আব্বাস এখনও হাসপাতালে এই অসুস্থতা কি রাজনৈতিক অসুস্থতা নয়। কেন হঠাৎ করে আন্দোলনের কর্মসূচি দিয়ে হাসপাতালে ছুটে। অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা অসুস্থ হয়ে গেছে। 

তিনি আরো বলেন, আমরা শান্তি চাই, আমরা ক্ষমতায় আছি অশান্তি চাই না, আমরা সর্তক অবস্থানে আছি থাকবো এখানে কোন পাল্টাপাল্টি বিষয় নয়, কোন বিশেষ দিন নয়, প্রতিদিনই আমরা সর্তক অবস্থানে আছি এবং থাকবো এটাই আমাদের কর্মসূচি। 

যারাই দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিগ্নিত করবে, আগুন, সন্ত্রাস করবে, ভাংচুর করবে বাসে-গাড়িতে যারা সহিংসতা করবে আন্দোলনের নামে তাদেরকে আমরা অবশ্যই তাদের অপকর্মে জবাব যেটা প্রয়োজন সেটা আমাদের করতে হবে এখানে কোন প্রকার আপোষ নাই। 

স্বাধীনতার প্রশ্নের আপোষ নেই, মুক্তিযোদ্ধের চেতনার প্রশ্নে কোন আপোষ নেই, অসাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে কোন আপোষ নেই, যারাই এর বিরুদ্ধে দাড়াবে তাদেরকে আমরা প্রতিরোধ করবো। কোন আন্দোলনে শান্তিপূর্ণ অবস্থান বিএনপি আজ পর্যন্ত নেয়নি। সর্তক করে দিচ্ছি আমরা উস্কানি দেবো না, আপনারাই উস্কানি দিচ্ছেন, এই উস্কানিমূলক তৎপরতা বন্ধ করুন তা না হলে দেশের জনগণ আপনাদের প্রতিরোধ করবে।
 
তিনি আরও বলেন, এ বাংলায় সার্বভৌমত্ব, বাংলার রূপকার হিসেবে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছিলো আমাদের ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

আজ বাঙ্গালী ও বাংলার ঐতিহ্য মন্ডিত একটি প্রতিষ্ঠান যার লোকেশন এই বাংলারই এক প্রচীর ঐতিহ্যবাহী অঞ্চল যেখানে সিংহাসনে বসেছিলেন ঈশাখাঁ। ঈশাখাঁ স্মৃতি ধন্য, পানাম স্মৃতি ধন্য এবং ভারতের পশ্চিম বঙ্গে এক কালের মুখ্যমন্ত্রী বারদী যার বাড়ি ছিলো। জ্যোতি বসুর পবিত্র স্মৃতি রয়েছে এখানে। আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বার বার চলে আসতাম এবং কি কি সমস্যা ছিলো তার খোঁজ খবর নিতাম।  করুপল্লীতে যেখানে জামদানি পল্লী যেখানে আছে কি অপূর্ব তাদের সৃষ্টি, কি চমৎকার তাদের এ পুণ্য। আমরা এই পণ্য অনেক আকর্ষনীয় করে তুলতে পারি। 

সোনারগাঁয়ে কারু পল্লীকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই স্মৃতি তার স্বপ্নের জায়গা। যে ভূমি ছিলো বঙ্গবন্ধুর প্রিয় ভূমি। আমাদের ইতিহাস ও ঐতিহ্য যেখানে কথা বলে এটাকে ইট পাথরের খাঁচায় বন্ধি করবেন না। এটার আধিরুপ যা এটাই সংস্কৃতির আসল রুপ। এখানে ভবনের কোন দরকার নেই আধিরুপকে  বহাল রাখতেই হবে।
তিনি আরও বলেন, এখানেরি যে জামদানি তা পৃথিবীতে। এদেরকে আরো উৎসাহীত করা দরকার, এ শিল্পকে প্রসার ঘটানো দরকার, আন্তজার্তিক ভাবে এই শিল্পকে আরো আকর্ষনীয় কারা দরকার। এ শিল্পকে বিভিন্ন দেশে দেশে জনপ্রিয় করে তুলতে পারি। এ বিষয়গুলো নজর দিলে সোনারগাঁকে আরো জনপ্রিয় করা যাবে। এই সম্পদ বাংলাদেশের সম্পাদ।  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, লোক ও কারুশিল্প ফাউন্ডেশ জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত। জাতির পিতার প্রিয় মানুষ শিল্পাচার্য জয়নুল আবেদিন জাতির পিতার কাছে এ ধরনের একটি প্রতিষ্ঠান কার প্রত্তব্যক্ত করলে জাতির পিতা নিজ হাতে ৬৯ একর জমি বরাদ্দ করেছিলেন। এ জায়গায় জাতির পিতা শিল্পাচার্য জয়নুল আবেদিন এর মাধ্যমে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলো। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিত্রশিল্পী এবং লোক ও কারুশিল্প অনুরাগী মোহাম্মদ আবুল হাশেম খান, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এসএম রেজাউল করিম, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার প্রমুখ। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×