ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শীতকালীন বই বিনিময় উৎসব

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২১:৪৬, ৯ ডিসেম্বর ২০২২

চট্টগ্রামে শীতকালীন বই বিনিময় উৎসব

শুক্রবার অনুষ্ঠিত বই বিনিময় উৎসবে বইপ্রেমীদের ভিড়

শুক্রবার নগরীর জামালখান মোড়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে শীতকালীন বই বিনিময় উৎসব। চট্টগ্রাম জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ও স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ‘ফেইল্ড ক্যামেরা স্টোরিজ’-এর আয়োজনে এই বই বিনিময় উৎসবে ভীড় জমান নানা শ্রেণি ও পেশার বইপ্রেমীরা। মননশীল জাতি গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই। নিজের জ্ঞানের জগতে বৈচিত্র্য তৈরি করতে বই একমাত্র সহায়ক। তাই তৃতীয়বারের মতো এই বই বিনিময় উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। গত মার্চ মাসে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বই বিনিময় উৎসব। ওই সময় বই বিনিময় হয়েছে ২০ সহস্রাধিক। এ উৎসব হয় বিনামূলে। এতে নেই কোনো বয়সসীমা।

 

 

×