ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২১:২০, ২ ডিসেম্বর ২০২২

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনা প্রতীকী

বাগেরহাটের মোল্লাহাটে নসিমন উল্টে আরাফাত শেখ (১৬) নামে এক নির্মাণ শ্রমিক এবং বাস চাপায় বাসুদেব বাইন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার কাহালপুর এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে নসিমন উল্টে আরাফাত শেখ এবং বৃহস্পতিবার সন্ধ্যায় বাস চাপায় বাসুদেব বাইন নিহত হন। 

নিহত আরাফাত শেখ উপজেলার কুলিয়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে এবং বাসুদেব বাইন টাকিয়ারকুল গ্রামের হরিহর বাইনের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নসিমনের একসেল ভেঙ্গে উল্টে সবাই তলে পড়ে গেলে ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মোল্লাহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আরাফাত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপরদিকে, বাসুদেব বাইন বাস থেকে নেমে রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান জানান, উভয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মামলা রেকর্ড করা হলেও কাউকে আটক করা যায়নি। 

 

এমএম

×