ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভিক্ষা করে ‘মানুষ’ করা সন্তানেরা নিচ্ছে না মায়ের খবর!

সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২১:৪৪, ২৮ নভেম্বর ২০২২

ভিক্ষা করে ‘মানুষ’ করা সন্তানেরা নিচ্ছে না মায়ের খবর!

গ্রামীণ জনপদে ৩০ বছর ভিক্ষা করে মানুষ করা সন্তানদের অবহেলা ও নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ মা

গ্রামীণ জনপদে ৩০ বছর ভিক্ষা করে মানুষ করা সন্তানদের অবহেলা ও নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ মা। এখনো ভিক্ষুক মায়ের প্রতিদিন ভিক্ষা না পেলে অনাহারে কাটে দিনরাত। সব মায়ের কাছেই সন্তান তার বুকের ধন অমূল্য সম্পদ। সন্তান নিয়ে সব মায়েরই থাকে হাজারো স্বপ্ন। আর সেই স্বপ্ন বুকে ধারণ করে সন্তানদের বড় করলেও ভিক্ষুক রওশনারার সেই স্বপ্ন জীবনের শেষপ্রান্তে স্বপ্নই রয়ে গেল। সন্তান আমার বড় হবে মুছে যাবে জীবনের দুঃখ-কষ্ট। কিন্তু ভিক্ষুক রওশনারার জীবনে দুঃখ ঘোচেনি আরও যোগ হয়েছে ভিক্ষা করে বড় করা সন্তানের হাতের মারধর।  বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধার গ্রামের মমিন উদ্দিন হাওলাদার মারা যাওয়ার পর ৩০ বছর ভিক্ষা করেই ১ ছেলে এবং ১ মেয়েকে বড় করেছেন রওশনারা  বেগম। ছেলে খালেক হাওলাদার পেশায় রাজমিস্ত্রির কাজ করেন।

খালেক স্ত্রী সন্তান নিয়ে অন্য ঘরে বসবাস করলেও বৃদ্ধ মায়ের খোঁজ খবর নিচ্ছেন না। ৭০ বছর বয়সে হাঁটা চলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন রওশনারা বেগম।  মেয়ে সেলিনাকে বিয়ে দিয়েছেন সে হাল ধরেছে স্বামীর সংসারের মায়ের খবর নিচ্ছে না। ছেলে খালেকের কাছে দুমুঠো ভাতের জন্য গেলেও মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিদিন প্রতিবেশীর দেয়া দুমুঠো ভাতেই ক্ষুধা নিবারণ করছেন রওশনারা বেগম। নেই কম্বল কাঁথা বিছানা। নেই ঘরে খাওয়ার মতো চালডাল। তার এমন দুরবস্থায় নিজের সন্তানেরাই তার খবর নিচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা আমার মতো একটা মানুষকে খাবার দিতেও পারছে না। তাহলে মেম্বার  চেয়ারম্যানের বা কি দরকার।

×