ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমাবেশে যোগদিতে ট্রেনে সিলেট যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা 

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ১৮ নভেম্বর ২০২২; আপডেট: ১৯:২৯, ১৮ নভেম্বর ২০২২

সমাবেশে যোগদিতে ট্রেনে সিলেট যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা 

হবিগঞ্জ থেকে সিলেটগামী জয়ন্তিকা ট্রেনে করে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদ ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। 

এদিকে, সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠের সমাবেশে যোগদিতে বিএনপি নেতাকর্মীরা হবিগঞ্জ থেকে ট্রেন করে সিলেট যাচ্ছে। শুক্রবার সকাল হতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ, শাহজিবাজার, নোয়াপাড়াসহ বিভিন্ন স্টেশন থেকে সিলেটগামী প্রতিটি ট্রেনে করে তারা সিলেটে যাচ্ছেন। 

নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক কর্মী জানান, ধর্মঘট আমাদের আটকাতে পারবে না। সমাবেশস্থলে আমরা গিয়ে পৌঁছাবো। 

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশে যেতে না পারার জন্য পরিবহন ধর্মঘট। এ ধর্মঘট দিয়ে মানুষকে আটকানো যাবে না। এর আগে সিলেটের সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন এবার তার থেকেও অধিক সংখ্যক মানুষ জমায়েত হবেন। 

এমএইচ

×