ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষার উন্নতি অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: শেখ তন্ময় 

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১১:৩১, ২০ অক্টোবর ২০২২

শিক্ষার উন্নতি অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: শেখ তন্ময় 

বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ তন্ময় এমপি

বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ তন্ময় এমপি বলেছেন, সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজন। আর সোনার মানুষ গড়ার প্রথম শর্ত সুশিক্ষায় শিক্ষিত দেশপ্রেমিক মানবিক মানুষ। এই উপলব্ধি থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ  বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়া সত্বেও সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ-সহ শিক্ষার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছিলেন। তার ধারাবাহিকতায় উন্নত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা বিশ্বের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনমুখী গুণগত শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষক-কর্মচারীদের কল্যানে সর্বাত্মক চেষ্টা করছেন।’’ 

বুধবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ তন্ময় এমপি এ কথা বলেন।

বাগেরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির সভাপতি এস. এম মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাফিজ আক্তার, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ভূইয়া হেমায়েত উদ্দীন, এ্যাড: ফরিদ উদ্দিন, ফিরোজুল ইসলাম, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, নির্বাহী অফিসার মুছাব্বেরুল ইসলাম, অধ্যক্ষ খন্দকার অছিফ উদ্দিন রাখি, অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, রিজিয়া পারভীন, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সম্পাদক তালুকদার আবদুল বাকী, প্রধান শিক্ষক ফোরামের সভাপতি ফারহানা আক্তার, সমিতির সাধারণ সম্পাদক খানজাহানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মাসুদ আলী প্রমুখ।

শেখ তন্ময় আরও বলেন, এক সময় শিক্ষার্থীরা টাকা দিয়ে বই কিনতো, এখন তারা বই যেমন ফ্রি পায়, তেমনি পড়াশোনা করলে সরকারের পক্ষ থেকে টাকা পায়। এজন্য দেশে শিক্ষার হার বেড়েছে। জাতিকে শিক্ষিত করতে আগামী দিনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার উন্নতি-সহ দেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

টিএস

×