
হবিগঞ্জ জেরা শহরের বাস স্ট্যান্ড। ফাইল ফটো।
হবিগঞ্জে বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান।
তিনি বলেন, শনিবার (৮ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য হবিগঞ্জ থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
আব্দুর রহমান আরও জানান, ঢাকা-সিলেট মহাসড়কে দেশের প্রায় সব রুটে গাড়ি চলাচল করবে তাই মানুষের তেমন দুর্ভোগ পোহাতে হবে না। এ সময় নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম ও লিটন মিয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২০ পদে ৫০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে সভাপতি পদে সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক পদে শাহীদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৮ পদে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ২ হাজার ৩৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
এসআর