ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে পাওনা টাকা চাওয়ায় কাঠ ব্যবসায়ী খুন

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ১৩:১৭, ২ অক্টোবর ২০২২

নাটোরে পাওনা টাকা চাওয়ায় কাঠ ব্যবসায়ী খুন

নিহত কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম

নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দে সাইফুল ইসলাম ওরফে জয় (৫০) নামের এক কাঠ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। 

শনিবার (১ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া জহির শাহ মোড়ে এ ঘটনা ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকায় মৃত আব্দুল জলিলের ছেলে। অপরদিকে হামলাকারী মাসুদুর রহমান একই এলাকার কোবাত আলীর ছেলে। ঘটনা পর থেকে মাসুদ পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাতে পাওনা টাকা নিয়ে চা দোকানি মাসুদুর রহমান ও সাইফুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুদুর কাঠের বাটাম ও চা খাওয়ার কাঁচের কাপ দিয়ে সাইফুলকে আঘাত করে। এতে সাইফুলের ডান হাত কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে  ঘটনার পরই পালিয়ে যায় হামলাকারী মাসুদুর রহমান।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

এ বিষয়ে আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এমএম

×