
টর্চার সেলে নির্যাতনকারী দুই যুবক।
শহরের কটেজ জোনে চার পর্যটককে অপহরণ করে টর্চার সেলে নির্যাতন করার অভিযোগে মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) গভীর রাতে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রাশেদুল ইসলাম ও মো: সাকিল।
আজ রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, পর্যটকদের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে টাকা হাতিয়ে নিত একটি চক্র। কয়েক বছর ধরে এ
চক্রটি পর্যটকদের যৌনপল্লিতে নিয়ে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল। এছাড়া চক্রের সদস্যরা কটেজ ভাড়া করে সেখানে নিরীহ মানুষকে আটকে ভয়-ভীতি দেখিয়ে লুটতরাজ চালিয়ে যেত।
তিনি আরও জানান, অটোরিকশা চালক সেজে পর্যটকদের হোটেল খুঁজে দেয়ার নাম করে নিম্নমানের রুম দিয়ে কমিশন আদায় করত। এরাই শেষ রাতে অবস্থান করত ডলফিন মোড়ে। এত রাতে পর্যটকদের অল্প ভাড়ায় ভালো হোটেলে নিয়ে যাবে বলে নির্দিষ্ট স্থানে নিয়ে ব্ল্যাকমেইল করত।