ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নদী ভাঙ্গনে ২ শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি বিলীন

সংবাদদাতা, ঘিওর, মানিকগঞ্জ

প্রকাশিত: ২৩:১৭, ১২ আগস্ট ২০২২

নদী ভাঙ্গনে ২ শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি  বিলীন

ধলেশ্বরী নদীর ভাঙ্গনে ঘিওর কুস্তা সড়ক

ঘিওরে ধলেশ্বরী, কালীগঙ্গা ও ইছামতী নদীর ভাঙ্গনে ২ শতাধিক বসতবাড়ি ও শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন  হয়ে গেছেইছামতি নদীর ভাঙ্গনে উপজেলার সদর ইউনিয়নের রছুলপুর এলাকার ১৫টি পরিবারের বসতবাড়ি বিলীন হয়ে গেছেপুরনো ধলেশ্বরী এবং কালীগঙ্গা নদীর ভাঙ্গনে প্রায়  দের শতাধিক পরিবারসহ পার্শ্ববর্তী কুঠিবাড়ী, রামকান্তপুর ও কুস্তা গ্রামের ২৫টি বসতবাড়ি নদীগর্ভে চলে গেছেধলেশ^রী পাড়ের অনেক পরিবার নিরাপদ আশ্রয় নিয়েছেন

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান বলেন, ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছিভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছেভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিপর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের সরকারীভাবে সাহায্য করা হবে বলে তিনি জানান

 

×