ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসএম সুলতানের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ০১:৫৮, ১১ আগস্ট ২০২২

এসএম সুলতানের জন্মবার্ষিকী পালিত

সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হলোএ উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সকালে সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, কোরান খতম, দোয়া মাহফিল, মাজার জিয়ারত, মিষ্টি বিতরণ, দিনব্যাপী শিশুদের আর্টক্যাম্প, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও স্মরণসভা হয়

এছাড়া সুলতান কমপ্লেক্সে শিল্পী সুলতানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী কক্ষের উদ্বোধন করা হয়সকাল সাড়ে ৯টায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানএ প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে প্রতিদিন এখানে আসা দর্শনার্থীরা প্রায় ১০-১৫মি. শিল্পী সুলতানের ওপর নির্মিত বিভিন্ন ডুকুমেন্টরি দেখার সুযোগ পাবেন

সকালে শিল্পীর মাজারে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন,পুলিশ প্রশাসন, নড়াইল পৌরসভা, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজ, জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতন, চিত্রা থিয়েটার, ছন্দায়নসহ প্রায় ২৫টি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেএ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় ক-ুু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু প্রমুখ

×