ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বানভাসি মানুষর জন্য

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন টিফিনের অর্ধলক্ষ টাকা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২২:০২, ৪ জুলাই ২০২২

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন টিফিনের অর্ধলক্ষ টাকা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান

নিজেদের টিফিনের আর্থ জোগাড় করে সিলেট সুনামগঞ্জে বানভাসি মানুষের সহয়তা অর্ধলক্ষাধিক টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলারমানব কল্যানে আমরাসেচ্ছাসেবী সামাজিক সংগঠনের তরুণ কিশোরেরা সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এঁর নিকট তাঁরা অর্থসহায়তা তুলে দেন

এসময় মানব কল্যানে আমরাসংগঠনের সভাপতি এইচ এম সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক এম মানজারুল হাসান বনি-সহ তারিকুল ইসলাম শাওন, মোঃ লিমন, মোঃ এস কে রানা শফিকুল, মোঃ এখলাস শেখ, মোঃ শেখ হৃদয়, মোঃ তানজিম ইসলাম বাবু, রকিব হাসান সিজান, মোঃ রিজন হাওলাদার, মানজুরুল ইসলাম রিফাত ছাড়াও বাগেরহাট ডিসট্রিক্ট পলিসি ফ্রমের সভাপতি বাবুল সরদার উপস্থিত ছিলেন

সম্পাদক এম মানজারুল হাসান বনি বলেন, মানুষের সেবা করা জীবনের বড় ধর্মএই ব্রতকে ভিত্তি করে ২০১৯ সালেমানব কল্যানে আমরাসেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয় সংগঠনের সকলেই ছাত্র তবে দুই-এক জন চাকুরীজীবী আছেন অধিকাংশের বয়স ১৭ থেকে ২৪ এর মধ্যে করোনাকালিন সময়ে আমরা সাধ্যমত নিজেরা চাঁদা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি

 এবার সিলেট সুনামগঞ্জে বণ্য কবলিত বানভাসি মানুষের সহায়তার জন্য আমরা স্কুল/কলেজের টিফিনের এবং পকেট খরচের টাকা দিয়েছি আবার মোরেলগঞ্জ পৌর সভার মেয়র এস.এম মনিরুল হক তালুকদার এবং বাজারের সাধারণ জনগণের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করি যা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবার জন্য জেলা প্রশাসক স্যারের হতে তুলে দিয়েছিমানবিক মানুষ হিসেবে মানুষের দু:-কষ্টের সময় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছি আমরাবলে তিনি উল্লেখ করেন

সভাপতি এইচ এম সাব্বির আহমেদ বলেন, মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ, তৃপ্তি বলে প্রকাশ করা যাবে না তাঁর ভাষায়, নিজেরা টিফিন বাপকেট খরচ না করে বানভাসি মানুষদের জন্য অতিসামান্য হলেও কিছু একটা করতে পেরেছি, এটাই সার্থকতাতিনি যে কোন সংকটের সময় মানুষের কল্যানে সাধ্যমত সকলকে এগিয়ে আসার আহব্বান জানান

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতার স্বপ্ন ছিল উন্নত মানবিক বাংলাদেশ গড়ে তোলা যে লখ্য পূরণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন

 এজন্য একে অপরের সুখ-দু: ভাগাভাগি করে এগিয়ে যেতে হবেতিনি তরুণদের উদ্যোগের ভূয়শী প্রশংসা কওে অন্যদের মানবকল্যানে এগিয়ে আসার আহব্বান জানান

×