ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৬ জনের ১৬ জন করোনা শনাক্ত

বাগেরহাটে মাস্ক না থাকলে পশুর হাট বন্ধ : ডিসি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২১:২২, ৩০ জুন ২০২২

বাগেরহাটে মাস্ক না থাকলে পশুর হাট বন্ধ : ডিসি

কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত

কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে ক্রেতা-বিক্রেতা ইজারাদার সকলকে মাস্ক ব্যবহারসহ  করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় অবশ্যই মেনে বিকি-কিনি করতে হবে নতুবা হাট বন্ধ করে দেওয়া হবে ভ্রাম্যমান আদালত অভিযানসহ ব্যাপারে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে

করোনা উর্দ্ধমুখী প্রবনতার প্রেক্ষাপটে সরকারী নির্দেশনা অনুযায়ীনো মাস্ক, নো সার্ভিসকার্যকরে অফিস-আদালত, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, পরিবহন-ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার সর্বত্র নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে

ব্যাপারে জনপ্রতিনিধি-সহ সকল শ্রেনী-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয়েছে জনসচেতনতায় প্রচার-প্রচারণা চলছে বৃহস্পতিবার বিকেলে (৩০ জুন) বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জনকণ্ঠকে কথা বলেন  

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটে লোক সমাগম বেশী হয় তাই প্রতিটি হাটে প্রবেশ বাহির হবার জন্য পৃথক পৃথক পথ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি পালন মাস্ক পরার জন্য মুসল্লীদের সচেতন করতে সকল মসজিদের ইমামদের সচেতন করার জন্য বলা হয়েছে

একইসাথে জ্বর, সর্দি, কাশি বা কোভিড উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য তিনি সকলের প্রতি আহব্বান জানান দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্ট্রুরেন্ট সর্বত্র বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে অন্যথায় আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন

এদিকে, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপালের তত্ত্বাধায়ক ডা: অসীম কুমার সমদ্দার বৃহস্পতিবার দুপুরে (৩০ জুন) জনকণ্ঠকে বলেন, গত ১০ দিনে বাগেরহাট জেলার প্রধান হাসপাতালে ৩৬ জন কোভিড পরীক্ষা হয়েছে এরমধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয় শতকরা হিসেবে যা                         ৪৪ শতাংশ আর দ্বিতীয় বর্ষের নাসিং ছাত্রী মোসাম্ম তাসনিয়া ভর্তি আছেন তারা ভাষায়, করোনা আক্রান্তের হার আবার উর্দ্ধমুখী

সেই তুলনায় পরীক্ষার প্রতি সাধারণত: অনীহা বাআগ্রহ খুব কম আবার মাস্ক ব্যবহার স্বাস্থ্যবিধি অধিকাংশ মানুষ মানছেন না, যা উদ্বেগজনকতিনি সকলের প্রতি মাস্ক ব্যবহার স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন

বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ বলেন, আবার করোনা বাড়ছে এসময়ে সকলের জ্বর, সর্দি, কাশি হলে তাৎক্ষণিক কোভিড পরীক্ষা করানো উচি একইসাথে সকলের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক   স্বাস্থ্যবিধি মেনে চলা উচি নতুবা উদ্বেগ পরিস্থিতি আরও বাড়তে পারে বলে তিনি মনে করেন করোনার টিকা বা ভ্যাকসিন গ্রহনের জন্য তিনি সকলের প্রতি আহব্বান জানান

বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য :: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী বলেন, ভ্যাকসিনের আভাব নেই তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে

                                                                                                                                                                            

 

×