ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১জনকে জরিমানা

পটিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:২৬, ২৯ জুন ২০২২

পটিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভ্রাম্যমান আদালতের অভিযান

চট্টগ্রামের পটিয়ায় ফুটপাত দখল করে অবৈধ স্থাপন নির্মাণ করায় ১১জনকে ১৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে

বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন অভিযান পরিচালনা করেন এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম থানা পুলিশের একটি টিম 

জানা গেছে, উপজেলার শান্তিরহাট এলাকায় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় দীর্ঘদিন এলাকার মানুষ দুর্ভোগের শিকার হন স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উচ্ছেদ জরিমানা আদায় করেছে

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন জানিয়েছেন, ফুটপাত দখল করে স্থাপনা করার কারণে প্রায় সময় শান্তিরহাট এলাকায় যানজট সৃষ্টি হয় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সড়ক পরিবহন আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উচ্ছেদ জরিমানা করা হয়েছে তাছাড়া অবৈধ দখলকারীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে

×