ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পাবনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান

প্রকাশিত: ২১:৪৪, ৮ মার্চ ২০২১

পাবনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান

অনলাইন রিপোর্টার ॥ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা ও আব্দুল্লাহ আল মনসুর মিঠু (৩৫) ও আব্দুল আল ছিয়াম কাজী (২২) নামের দুজনকে আটক করেছে পুলিশ। এসময় কারখানা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আজ সোমবার (৮ মার্চ) বিকেলে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান করে। আটককৃতরা হলেন- পাবনার বেড়া উপজেলার রাকশা গ্রামের আব্দুল্লাহ আল মনসুর মিঠু ও রাজনারায়নপুর গ্রামের আব্দুল আল ছিয়াম কাজী। এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা স্বীকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে যে, নাটিয়াবাড়ি এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্র তৈরির কারখানা আছে। পরে জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকার আলম হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও দু’টি দেশি তৈরি শাটারগান উদ্ধার করা হয়। সেইসঙ্গে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছ। আটক দু’জনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র তৈরির আইনে মামলায় দায়ের প্রস্তুতি চলছে।
×