ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পাটগ্রামে নুড়ি পাথর সংগ্রহ করায় শ্রমিককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২১:০৩, ১ অক্টোবর ২০২০

পাটগ্রামে নুড়ি পাথর সংগ্রহ করায় শ্রমিককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ আজ বৃহস্পতিবার জেলার পাটগ্রাম উপজেলার ধবলসুতি মাঝিপাড়া গ্রামের পাথর শ্রমিক মজনু হোসেন কে (২৮) রড দিয়ে পিটিয়ে হত্যার করা হয়েছে। এ ঘটনায় কয়েকশত পাথর শ্রমিক ঘাতকের বাড়ি ঘরে হামলা করে। তাদের অবরুদ্ধ করে রাখে। পুলিশ দুপুর দুই টায় অবরুদ্ধ ঘাতক সাহাজ উদ্দিন(৬০) ও তার স্ত্রী রহিমা বেগম(৫৫)কে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি মাঝিপাড়া গ্রামে আলতাব হোসেনের ছেলে দিনমজুর (পাথর শ্রমিক) মজনু হোসেন ধরলা নদীতে পানির ¯্রােতে ভেসে আসা নুড়ি পাথর পানিতে ডুবে ডুবে চালুনির সাহায্যে সংগ্রহ করে নৌকায় তুলে জীবিকা নির্বাহ করে। আজ বৃহস্পতিবার সকালে নদীতে নুড়ি পাথর উত্তোলনের সময় একই সাহাজ উদ্দিন (৬০) লোহার রড় দিয়ে দিনমজুর পাথর শ্রমিক মজনুর মাথায় আঘাত করে। ঘটনা স্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যার কলেজ হাসপাতালে নেয়ার পথে মজনু মারা যায়। তাঁকে রংপুর মেডিকেল হাসপাতালে স্বজনরা নিয়ে যায়। সেখানে চিকৎসক মৃত ঘোষনা করেন। এদিকে দিনমজুর পাথর শ্রমিক মজনুর মৃত্যুর খবর পাটগ্রামে এসে পৌচ্ছলে কয়েক শতাদিক শ্রমিক ঘাতক সাহাজ উদ্দিনের বাড়িতে হামলা করে। তাকে ও তার স্ত্রী সন্তানদের অবরুদ্ধ করে রাখে। পরে পাটগ্রাম থানার ওসির নেতৃত্বে একটি পুলিশের টিম ঘটনাস্থলে পৌচ্ছে ঘাতত ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় আটক করে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নদীতে ¯্রােতে ভেসে আসা নুড়ি পাথর সংগ্রহ করায় মজনু হোসেনের মাথায় আঘাত করা হয়। এই আঘাতে তার মৃত্যু হয়েছে। নিহত মজনু পাথর তোলায় ধরলা নদীর জেগে উঠা সাহাজের অধিনে থাকা চর ভেঙ্গে যায়। এই জের সংঘাতে হত্যা ঘটনা ঘটেছে। পুলিশ অবরুদ্ধ দু’জনকে আটক দুপুর দুই টায় বাড়ি হতে আটক করেছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!