ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ৯৫ জন

প্রকাশিত: ১৭:৪৭, ১৯ মে ২০২০

নওগাঁয় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ৯৫ জন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর বদলগাছী উপজেলার ইন্দ্রসগুনা গ্রামে নারায়নগঞ্জ ফেরত এক পরিবার বেপরোয়াভাবে প্রকাশ্যে চলাফেরাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, ওই গ্রামের জনৈক মোজাম্মেল হকের পুত্র নাজমুল হক এবং তার স্ত্রী গত ৩ দিন আগে নারায়নগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরেছেন। তাদের মধ্যে সর্দি জ্বরের উপসর্গ রয়েছে রয়েছে বলে জানান তারা। তারপরও গ্রামবাসীদের সকল বাধা নিষেধ উপেক্ষা করে ওষুধের দোকন থেকে ওষুধ কেনা, বাজারে ঘোরাফেরা এমন কি জোরপূর্বক মসজিদে নামাজ পড়তে পর্যন্ত আসছে। এদিকে বিষয়টি জেলা প্রশাসক, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার এবং বদলগাছী থানার অফিসার্স ইনচার্জকে অভিযোগ করেও কোন ফল পাওয়া যায় নি। এ নিয়ে গ্রামবাসী সর্বদা আতঙ্কের মধ্যে সময় অতিবাহিত করছেন। এদিকে নওগাঁ জেলায় সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৮ জন, রানীনগর উপজেলায় ২ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, মান্দা উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ১১ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ১০ জন, নিয়ামতপুর উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ১১ জন এবং পোরশা উপজেলায় ১৯ জন। এই ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪শ’ ৩০ জন। এদিকে গত ৭২ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন কোন করোনা রোগী শনাক্ত হওয়ার সংবাদ নেই। মঙ্গলবার সকাল পর্যন্ত এ জেলায় করোনা রোগি সনাক্তের সংখ্যা মোট ৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ জন।
×