ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকার খালের রেলিং নির্মাণ করবে ওয়াসা

প্রকাশিত: ০৪:২৪, ২৭ অক্টোবর ২০১৮

 ঢাকার খালের রেলিং নির্মাণ করবে ওয়াসা

রাজধানীবাসীর দুর্ভোগ লাঘবে খালের রেলিং নির্মাণ, পাম্পের মেরামত ও যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবে ঢাকা ওয়াসা। চলতি অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী এসব কাজ করবে সংস্থাটি। এ উন্নয়ন কাজের জন্য ১৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করবে ঢাকা ওয়াসা। যার মধ্যে রয়েছে- খালের রেলিং, স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন মেরামত ও কিছু যন্ত্রপাতি ক্রয় করে আধুনিকায়ন করা। খালের রেলিং নির্মাণ, মেরামতের মধ্যে রয়েছে খিলগাঁও, বাসাবো, ইউ-চ্যানেলের সাইড প্রকেটশন, রেলিং নির্মাণ, জিরানী খালে বিদ্যমান ইউ-চ্যানেলের সাইড প্রটেকশন রেলিং নির্মাণ, শাহাজাদপুর, মহাখালী এবং সাংবাদিক কলোনি ইউ-চ্যানেলের সাইড প্রটেকশনসহ রেলিং নির্মাণ করা হবে। এছাড়া ১০টি ভিএফডি ও প্যানেল বোর্ড সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০টি আইটেম ক্রয়, কল্যাণপুর ও ধোলাইখাল পাম্পে মালামাল সংগ্রহসহ মেরামত কাজের জন্য ১টি আইটেম ক্রয় করা হবে। এছাড়া ও ৪টি স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশনের মেরামত, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার আনুষঙ্গিক কাজ করবে ঢাকা ওয়াসা যার ব্যয় ধরা হয়েছে উন্নয়ন কাজের জন্য ১৬ কোটি ৪০ লাখ টাকা।-স্টাফ রিপোর্টার
×